তৃতীয় বিশ্বযুদ্ধ, বৈশ্বিক মহামারি, ইন্টারনেট বিভ্রাট কিংবা চরম আবহাওয়ার মতো জাতীয় সংকট মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি ঘোষিত সরকারের নতুন নিরাপত্তা কৌশলে এ বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।
সরকার বলছে, যুক্তরাজ্য এমন এক সময় পার করছে, যেখানে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং সরাসরি সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে নাগরিকদের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ঘরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সরকারের কৌশলের অংশ হিসেবে নাগরিকদের একটি ব্যাটারিচালিত বা হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় এমন রেডিও কিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যার দাম মাত্র ৫ পাউন্ড। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে এটি জরুরি বার্তা শোনার অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে। যদিও গাড়ির রেডিও ব্যবহার করা সম্ভব, তবে সংকটকালে ঘরে অবস্থান করাই বেশি নিরাপদ বলে মত দিয়েছে সরকার।
এছাড়া কয়েক দিনের জন্য যদি বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ থাকে, ঘরবন্দি অবস্থায় থাকতে হয় কিংবা নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় সে পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সরকারের পরামর্শ অনুযায়ী, হঠাৎ করে ঘর ছাড়তে হলে যেন জরুরি জিনিসপত্র ফেলে যেতে না হয়, সেজন্য ‘গ্র্যাব ব্যাগ’ প্রস্তুত রাখতে বলা হয়েছে। এতে ওষুধ, কাগজপত্র, খাবার, পানি, ব্যাটারি ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী গোছানো থাকবে, যা সহজে বহনযোগ্য।
সরকার জানিয়েছে, জাতীয় দুর্যোগ বা সংকট পরিস্থিতিতে যাতে জনগণ আতঙ্কিত না হয়ে সচেতন ও আত্মনির্ভর হতে পারে, সেই লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা কৌশল অনুযায়ী, ব্যক্তি ও পরিবারভিত্তিক প্রস্তুতিই হতে পারে যেকোনো দুর্যোগ মোকাবিলার প্রথম ধাপ।
আপনার মতামত লিখুন :