ইরাকি তেলের আড়ালে ইরানি তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ এটি জানিয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরাকি-ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের নেতৃত্বাধীন একটি কোম্পানি নেটওয়ার্ক ২০২০ সাল থেকে বিপুল পরিমাণ ইরানি তেল, ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ও জাল নথিপত্র ব্যবহার করে বৈশ্বিক বাজারে বিক্রি করে আসছিল। এই জালিয়াতি চক্র প্রথমে ইরানি তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ফেলে, পরে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ‘ইরাকি তেল’ হিসেবে পশ্চিমা ক্রেতাদের কাছে পাঠানো হয়।
ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি ডলারের ইরানি তেল নিষেধাজ্ঞা এড়িয়ে বাজারজাত হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় সাইদের মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানিসহ বেশ কয়েকটি জাহাজও রয়েছে। যদিও সাইদ এই কোম্পানির সঙ্গে নিজের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে গোপন রাখতেন।
এছাড়া, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান এবং এর শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, এদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ থাকবে।
যুক্তরাষ্ট্র বলছে, এসব পদক্ষেপ ইরানের তেল রাজস্ব ও হিজবুল্লাহর অর্থায়ন বন্ধে তাদের চলমান প্রচেষ্টারই অংশ।
আপনার মতামত লিখুন :