বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১২:৫২ এএম

ছায়াশূন্য কাবা, বিরল ঘটনার সাক্ষী মক্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১২:৫২ এএম

কাবা শরিফ। ছবি- সংগৃহীত

কাবা শরিফ। ছবি- সংগৃহীত

পবিত্র নগরী মক্কা মঙ্গলবার (১৫ জুলাই) বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হয়েছে। এদিনে সূর্য ঠিক কাবা শরিফের মাথার ওপর অবস্থান করে, ফলে কাবা ও তার চারপাশের কোনো বস্তু বা স্থাপনার কোনো ছায়া পড়ে না- ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ‘সোলার জেনিথ’।

জেদ্দাভিত্তিক জ্যোতির্বিদ্যা সমিতির এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সূর্য কাবার সঙ্গে একেবারে সোজা সরলরেখায় অবস্থান করায় এ ছায়াশূন্য অবস্থা সৃষ্টি হয়। সূর্য যখন কাবার ঠিক মাথার ওপর থাকে, তখন এটি একটি অনন্য ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করে- বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক, উভয় দিক থেকেই।

জ্যোতির্বিদরা জানান, এই ঘটনাটি ঘটে যখন সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ দিকে সরে এসে মক্কার অক্ষাংশ (প্রায় ২১.৪° উত্তর) অতিক্রম করে। প্রতি বছর সাধারণত মে মাসের শেষ দিকে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে।

এই সময়টি শুধু দেখার বিষয় নয়, বরং পৃথিবীর যেকোনো স্থানে থাকা মুসলিমদের জন্য এটি একটি চমৎকার প্রাকৃতিক উপায় হয়ে ওঠে সঠিক কিবলার দিক নির্ধারণের। কারণ সূর্য তখন ঠিক কাবার ওপরে থাকে, ফলে সূর্য যেদিকে দেখা যায়, সেই দিকেই মুখ করলে কিবলার দিক পাওয়া যায় একদম নিখুঁতভাবে- কোনো কম্পাস বা প্রযুক্তি ছাড়াই।

জেদ্দা জ্যোতির্বিদ্যা সমিতির প্রধান মজিদ আবু জাহরা বলেন, ‘এই ছায়াশূন্য মুহূর্তটি কেবল জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে। এটি সাধারণত মক্কার যোহরের নামাজের সময়ের সঙ্গে মিলে যায়, যখন সূর্যের আলো সরাসরি কাবার ওপরে পড়ে, যা মুসলিমদের জন্য এক প্রকার প্রতীকী ও আবেগঘন অনুভূতি তৈরি করে।’

Shera Lather
Link copied!