ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ২৭ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৫১ এএম
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় একটি গ্রাম। ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে মালভূমি ও রাজ্যের রিওম এবং স্থানীয় সরকার এলাকার তাহোস গ্রামে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাজ্য পরিষদের সদস্য দেওয়ান গ্যাব্রিয়েল এক বিবৃতিতে জানান, ‘রিওম এলাকায় ক্রমবর্ধমান আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। এতে স্থানীয় জনগণের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা অবিলম্বে মোকাবিলা করা দরকার।’

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বহু বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং রাস্তায় পড়ে আছে মানুষের মৃতদেহ।

হামলা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে সজ্জিত ছিল এবং গা-ছমছমে সেই আক্রমণে অনেকেই নিহত হন।

এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাতি শুয়া বলেন, ‘হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখে মোটেও বিচলিত হয়নি। তারা নির্বিচারে হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।’

এদিকে তাৎক্ষণিকভাবে কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

তবে স্থানীয় প্রশাসনের ধারণা করছে, পশুপালক ও কৃষকদের মধ্যে চলমান সংঘর্ষের ধারাবাহিকতা হিসেবেই এই হামলা ঘটতে পারে। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে জমি ও জলের সীমিত সম্পদ নিয়ে এই দুই পক্ষের মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের সংঘাত আরও জটিল এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। আরও বেশি পশুপালক অস্ত্রধারণ করছে এবং সংঘাতে জড়িয়ে পড়ছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি।

উল্লেখ, গত মাসেও পার্শ্ববর্তী বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছিলেন।

হামলায় দেশটির সরকারের প্রচেষ্টার কথা স্বীকার দেওয়ান গ্যাব্রিয়েল আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কৌশল বদলানো এখন সময়ের দাবি।’