ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লঙ্কান মাটিতে সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:০৮ পিএম
দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরল বাংলাদেশ। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

শ্রীলঙ্কার সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফুল দিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানায়।

গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

বিপরীতে বাংলাদেশের পক্ষে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকারের ম্যাজিকাল ফিগার গড়েন স্পিনার শেখ মেহেদি।

লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে তারা সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে জিতল ২-১ ব্যবধানে।

এরপর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি মিশনে নামবে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।