স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নিজের ‘স্বাধীনতা’ উদযাপন করেছেন মানিক আলী নামে এক যুবক। ভারতের আসামের নলবাড়ি এলাকার বাসিন্দার অভিনব এই উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়ার পর মানিক আলী সিদ্ধান্ত নেন এক ভিন্নধর্মী উদযাপনের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে দাঁড়িয়ে চারটি বড় ড্রাম থেকে নিজ শরীরে দুধ ঢালছেন তিনি। প্রতিটি ড্রামে ছিল ১০ লিটার করে দুধ সব মিলিয়ে ৪০ লিটার।
গোসলের সময় ভিডিওতে মানিককে বলতে শোনা যায়, ‘আজ থেকে আমি স্বাধীন।’ তার এই বক্তব্য ও গোসলের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছেদের আগে ওই যুবকের স্ত্রী দুইবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তবে মানিক কোনো অশান্তি সৃষ্টি না করে আইনি প্রক্রিয়ার পথ বেছে নেন।
ভিডিওতে তিনি আরও বলেন, সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু আমি পরিবারের কথা ভেবে কিছু করিনি।
মানিকের এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেমন হাস্যরস ছড়িয়েছে, তেমনি অনেকে বিষয়টিকে মানসিক চাপের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন।