ইউক্রেনে হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় প্রযুক্তি বা সরঞ্জামের উপস্থিতির অভিযোগ তুলেছে কিয়েভ।
মঙ্গলবার (৫ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেনশিয়াল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দাবি করেন। খবর রয়টার্সের।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক বলেন, যুদ্ধক্ষেত্র এবং বেসামরিক স্থাপনার ওপর পরিচালিত হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় নির্মিত কিছু উপাদানের অস্তিত্ব তারা পেয়েছেন।
তবে রয়টার্স স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।
এ ধরনের অভিযোগ অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে নতুন নয়। এর আগেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রাশিয়া বহিরাগত বিভিন্ন দেশের সহায়তায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।
গতকাল সোমবার তিনি বলেন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন ও আফ্রিকার কিছু দেশের ভাড়াটে সেনারা রুশ বাহিনীর হয়ে লড়াই করছে এমন তথ্য তাদের হাতে আছে।
চীনকে ঘিরেও ইউক্রেনের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ এসেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি আগেই দাবি করেছিলেন, রাশিয়ার পক্ষে চীনা সেনারা অংশ নিচ্ছে। যদিও মস্কো এ বিষয়ে এখনও মুখ খোলেনি, বেইজিং অবশ্য এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
অন্যদিকে, গত বছর থেকেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি নিয়েও অভিযোগ তুলে আসছে কিয়েভ।
জেলেনস্কির সর্বশেষ অভিযোগের পর রয়টার্স তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তানের ইউক্রেনস্থ দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া মেলেনি। একইসঙ্গে, ক্রেমলিনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আপনার মতামত লিখুন :