পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত-সমর্থিত সংগঠন ‘ফিতনা আল-খারিজ’ সংশ্লিষ্ট ৩৩ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম সামা এ খবর জানিয়েছে।
আইএসপিআর জানায়, ৭ থেকে ৮ আগস্ট রাতের অভিযানে ঝোব জেলার সামবাজা এলাকায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করা হয়। ওই সময় তারা পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তবে সীমান্ত পার হওয়ার আগেই পাকিস্তানি সেনারা দ্রুত সন্ত্রাসীদের মোকাবিলা করে। অভিযানে ৩৩ সন্ত্রাসী নিহত হয়। তবে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বেলুচিস্তানের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এখনো সন্ত্রাসী তৎপরতা রোধে অভিযান চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সীমান্ত সুরক্ষা ও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তারা অঙ্গীকারবদ্ধ।
আপনার মতামত লিখুন :