গাজায় ‘গণহত্যা’ চলছে। এজন্য দায়ী ‘ইসরায়েল’। ‘ইসরায়েলি’ হামলায় শত শত ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় ভারত সরকার নীরব। মঙ্গলবার (১২ আগস্ট) এমন অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
গাজায় ‘ইসরায়েলি’ হামলায় পাঁচ সাংবাদিকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ব কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই বিষয় উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ‘আল-জাজ়িরার পাঁচ জন সাংবাদিককে ঠান্ডা মাথায় হত্যা প্যালেস্টাইনের মাটিতে আরেকটি জঘন্য অপরাধ।’
তিনি বলেন, ‘যেহেতু গণমাধ্যমের বেশির ভাগই ক্ষমতা এবং বাণিজ্যের দাসত্বে সীমাবদ্ধ, সেই বিশ্বে এই সাহসী কিছু মানুষ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত সাংবাদিকতা কী! মৃত সাংবাদিকদের কাজ এবং সাহসকে কুর্নিশ।’
শুধু একটি পোস্ট নয়, গাজা, গাজার অবস্থা, ‘ইসরায়েলি’ হামলা এবং ভারতের অবস্থান নিয়ে একাধিক পোস্ট করেন প্রিয়ঙ্কা। তার অভিযোগ, ‘ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তারা ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, তাদের মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু ছিল। পাশাপাশি শত শত মানুষকে অনাহারে মারছে। লাখ লাখ মানুষ অপুষ্টি এবং অনাহারের শিকার।’
গাজার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থানের নিন্দা করেছেন প্রিয়াঙ্কা। তার দাবি, ‘এটা লজ্জাজনক যে প্যালেস্টাইনিদের ওপর যখন ধ্বংসযজ্ঞ চলছে তখন ভারত সরকার চুপ করে আছে।’ কংগ্রেস নেত্রী আরও দাবি করেন, নীরবতার মাধ্যমে এই ধরনের অপরাধগুলোকে শক্তিশালী করাও একটি অপরাধ।
এক্স হ্যান্ডেলে দেওয়া প্রিয়াঙ্কার পোস্ট নিয়ে ভারত সরকার এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
তবে কংগ্রেস নেত্রীর বক্তব্যের নিন্দা করেছেন দেশটিতে নিযুক্ত ‘ইসরায়েলি’ রাষ্ট্রদূত রিউভেন আজার। তার দাবি, ২৫ হাজারের বেশি হামাসপন্থিকে হত্যা করেছে ‘ইসরায়েল’।
রিউভেন অভিযোগ করেন, হামাস নেতারা সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থাকার জঘন্য কৌশল নিয়েছে। অনাহার বা গাজা অবরোধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ‘ইসরায়েলি’ দূতাবাসের এই কর্মকর্তা। তার দাবি, ‘গাজায় ২০ লাখ টন খাদ্য সরবরাহ করেছে ইসরায়েল। কিন্তু হামাস সেই সব খাবার এবং মানবিক সাহায্য আটকে রাখছে, ফলে গাজায় অনাহারের সৃষ্টি হচ্ছে। গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে কোনো গণহত্যা হয়নি।’
শুধু প্রিয়াঙ্কা গান্ধীই নন, বিশ্বের নানা প্রান্ত থেকে গাজায় সাংবাদিকদের ওপর ‘ইসরায়েল’-এর হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই ফিলিস্তিনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস জানিয়েছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ সভায় ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেওয়া হবে।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন