রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের জানান, শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এই বিষয়ে চাপ দেবেন। তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি।
বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। জেলেনস্কি বলেছেন, পুতিন শান্তি চান না, বরং ইউক্রেন দখল করতে চান এবং এ জন্য তাকে আরও চাপে রাখতে হবে।
শুক্রবারের বৈঠক আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে হওয়ার কথা। ট্রাম্প জানিয়েছেন, যদি তিনি প্রয়োজনীয় জবাব না পান, তবে দ্বিতীয় দফা বৈঠক নাও হতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ইউরোপীয় নেতারা বলেছেন, তাদের লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পরবর্তী সময়ে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন