ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্প-পুতিন আসছেন সংবাদ সম্মেলনে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:২৭ এএম
তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক ট্রাম্প-পুতিনের। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে অনুষ্ঠিত তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং তারা শিগগিরই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে এ দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, রাশিয়াবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ পরবর্তী বৈঠকে অংশ নেবেন বলে জানানো হয়।

বৈঠকের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি সোভিয়েত ইউনিয়নের লোগোযুক্ত স্যুট পরিধান করেন, যা ইউক্রেনের প্রতি রাশিয়ার মনোভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া, রুশ সাংবাদিকদের জন্য ‘চিকেন কিয়েভ’ পরিবেশন করা হয়, যা ইউক্রেনের ঐতিহ্যবাহী একটি খাবার। এইসব ঘটনা ইউক্রেনের প্রতি রাশিয়ার মনোভাবের প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকের পর, দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন, যেখানে তারা বৈঠকের ফলাফল এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

এই বৈঠকটি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এর ফলাফল আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনীতিতে প্রভাব ফেলবে।