মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বুধবার (১৫ অক্টোবর) ফোনে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে ছাড়মূল্যে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই দিন দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হয়নি।
ভারতীয় মুখপাত্রের মতে, ভারতের তেল ও গ্যাস আমদানি নীতি সম্পূর্ণভাবে দেশের ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং শক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত হয়।
বুধবার (১৫ আগস্ট) ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, ‘আমি খুশি নই যে ভারত রাশিয়ার তেল কিনছে। মোদি আমাকে আশ্বাস দিয়েছেন, শিগগিরই তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাধান সহজ করবে।’ ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চাইব চীনও একই করবে।’ তার বক্তব্যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির মধ্যস্থতাবিষয়ক পরিকল্পনার কথাও উল্লেখ ছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শক্তি নীতির মূল লক্ষ্য হলো স্থিতিশীল শক্তি মূল্য এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা। মুখপাত্র বলেন, ‘আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে এই উদ্দেশ্যে পরিচালিত হয়। আমরা আমাদের শক্তি উৎসের বৈচিত্র্য আনছি এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করছি।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তি সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা চলমান, যা গত দশকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে।
ট্রাম্প মোদির সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘মোদি একজন মহান ব্যক্তি। তিনি আমাকে ভালোবাসেন। আমি ভারতের উন্নতি বছরব্যাপী দেখছি, প্রতিবার নতুন নেতা আসলেও দেশ চমৎকার। আমার বন্ধু মোদি দীর্ঘদিন ধরে দেশ চালাচ্ছেন।’
ট্রাম্পের এই দাবি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনার সময় এসেছে, যা রাশিয়ার তেল আমদানির ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের দুই মাস পর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন