শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:২৬ পিএম

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:২৬ পিএম

কলকাতার বড়বাজারে ভয়াবহ আগুন। ছবি- সংগৃহীত

কলকাতার বড়বাজারে ভয়াবহ আগুন। ছবি- সংগৃহীত

কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের কাছে বড়বাজারের এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে আগুন লাগলেও সেই আগুন সকাল ১০টা পর্যন্তও নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২১টি ইউনিট।

ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি অনুযায়ী ইউনিট সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লাগে। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামটিতে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কীভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটকেও দায়ী করছেন।

যদিও ফায়ার সার্ভিস সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বর্তমানে তারা আগুন নেভাতেই ব্যস্ত। পুলিশ ও দমকল সূত্র জানায়, ভোরে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়েরাই ফায়ার সার্ভিসে খবর দেন। ঘনবসতি এলাকা হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে এসেছে ফায়ার সার্ভিস। ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!