তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে আদানা–গাজিয়ানটেপ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ভোরের দিকে বাসটি একটি লরিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের পর বাসটির সামনের ডান পাশের অংশটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে।
গাজিয়ানটেপ শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে ঘটেছে এ দুর্ঘটনা। নিহত ও আহত সবাই বাসের যাত্রী বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
লরিচালক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন