বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে স্থানীয় সময়) সকাল ৭টা ৫০ মিনিটে মালুকু প্রদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) জানিয়েছে, মালুকুর বারাত দায়া জেলা থেকে প্রায় ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু বাড়িঘরে ফাটল দেখা গেছে বলে জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি গভীরভাবে হওয়ায় এর তীব্রতা তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে এবং এতে সুনামির কোনো সম্ভাবনা নেই।
ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া অবস্থিত প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে। এই অঞ্চল টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি থাকা ইন্দোনেশিয়ায় এমন প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক ঘটনা।
আপনার মতামত লিখুন :