থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উবোন রাতচাথানির একটি বিতর্কিত সীমান্ত এলাকায় থাই ও কম্বোডিয়ান সৈন্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। খবর ব্যাংকক পোস্টের।
থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি জানান, স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়। সুরানারি টাস্ক ফোর্সের বরাতে তিনি বলেন, ঘটনার আগে কম্বোডিয়ান সৈন্যরা পূর্ববর্তী চুক্তি ভেঙে একটি বিতর্কিত এলাকায় প্রবেশ করে।
থাই সৈন্যদের একটি দল ওই সৈন্যদের সাথে কথা বলার উদ্দেশ্যে সেখানে গেলে কম্বোডিয়ান বাহিনী ভুল বুঝে গুলি চালায়। জবাবে থাই বাহিনীও পাল্টা গুলি চালায়, যা প্রায় ১০ মিনিট ধরে চলে।
ঘটনার পর দুই দেশের স্থানীয় ডেপুটি কমান্ডাররা ফোনে যোগাযোগ করে যুদ্ধবিরতিতে সম্মত হন। তবে মুখপাত্র জানিয়েছেন, উভয় পক্ষের সৈন্যরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।
মিডিয়া সূত্রে জানা গেছে, উবোন রাতচাথানির চং বোক এলাকার কাছাকাছি গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এটি এমন একটি বিতর্কিত সীমান্ত অঞ্চল যেখানে উভয় পক্ষ আগেই দখল চেষ্টা না করার বিষয়ে সম্মত হয়েছিল।