ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় পঞ্চমুখ মোদি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:০৭ পিএম
পুতিন ও মোদি। ছবি- সংগৃহীত

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে নরেন্দ্র মোদি এক টুইটে বৈঠকের কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, রিটজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত আলোচনার আগে দুই নেতা একই গাড়িতে পাশাপাশি বসে যাচ্ছেন। ছবির ক্যাপশনে মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের।’

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করেছেন। এর অর্ধেকই (২৫ শতাংশ) আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে, যেটিকে মার্কিন প্রশাসন ‘পেনাল্টি’ হিসেবে বর্ণনা করছে।

ওয়াশিংটনের যুক্তি, ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কিনছে আর সেই অর্থ পুতিন ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে ব্যবহার করছেন। এ কারণে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ হিসেবেও উল্লেখ করেছেন।

তবে ভারত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি ও প্রাপ্ত অফার অনুযায়ীই তারা সিদ্ধান্ত নেবে কার কাছ থেকে তেল কেনা হবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার কোনো ইঙ্গিত দিল্লি এখনো দেয়নি।

উল্লেখ্য, তিয়ানজিনে মোদী-পুতিন বৈঠকের কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।