ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

বন্দি মুক্তিতে ইতিহাস গড়ল রাশিয়া-ইউক্রেন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১০:৩৪ এএম
মুক্ত বন্দিদের মধ্যে রয়েছে সেনাসদস্য এবং সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। 

শুক্রবার (২৩ মে) দুই দেশ মোট ৭৮০ জন বন্দিকে ছেড়ে দিয়েছে। এদের মধ্যে আছেন সেনাসদস্য এবং সাধারণ মানুষ, দুই ধরনের বন্দিই।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই ৭৮০ জনের মধ্যে অর্ধেক ইউক্রেনের এবং বাকি অর্ধেক রাশিয়ার। প্রতিটি দেশ ২৭০ জন সেনা এবং ১২০ জন সাধারণ নাগরিককে মুক্তি দিয়েছে।

এই বন্দিমুক্তির ঘটনা ঘটেছে তুরস্কে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনার ফলস্বরূপ। সেখানে রাশিয়া ও ইউক্রেন একমত হয়, তারা মোট ১ হাজার বন্দিকে ছেড়ে দেবে। শুক্রবার মুক্তি পেয়েছেন ৭৮০ জন। 

বাকি ২২০ জনকে শনিবার (২৪ মে) ও রোববার (২৫ মে) ছেড়ে দেওয়া হবে।

Hundreds released in Russia-Ukraine prisoner swap deal – as it happened |  Ukraine | The Guardian

মুক্তি পাওয়া ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির বলেন, ‘আমার স্ত্রী জানত না যে আজ আমাকে মুক্তি দেওয়া হবে। প্রতিবারের মতো শুক্রবার দেখা করতে এসেছিল। আমি যখন তাকে বললাম যে আমি আজ মুক্ত, সে কিছু বলতে পারছিল না, কেবল কেঁদে ফেলেছিল। এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। আমি শুধু বলতে চাই, কখনো আশা ছেড়ে দেওয়া যাবে না।’

রাশিয়ার সেনা সদস্য ওলেকসান্দার তারাসোভ ৯ মাস আগে ইউক্রেনের খেরসনে বন্দি হয়েছিলেন। তিনিও মুক্তি পেয়েছেন। তিনি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না আমি মুক্ত।’

এই বন্দিমুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও যুদ্ধের এক প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘মস্কো ও কিয়েভের এই সমঝোতা আমাদের হয়তো ভবিষ্যতে বড় কোনো ভালো খবরে নিয়ে যাবে।’

সূত্র: রয়টার্স