ড্রোন হামলায় রাশিয়ার সামরিক ঘাঁটির ৪০টির বেশি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।
সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার (এসবিইউ) তথ্য বরাত দিয়ে জানিয়েছে, ‘অপারেশন স্পাইডার ওয়েব’ নামের এ অভিযানটি চালাতে দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এর তত্ত্বাবধান করেছেন।
গোপন সূত্র জানিয়েছে, ‘এফপিভি ড্রোন’ ও কাঠের মোবাইল কেবিন রাশিয়ায় পাচার করে। ট্রাকে কাঠের কেবিনে ড্রোন লুকিয়ে নিয়ে যাওয়া হয় বিমানঘাঁটির কাছে। রিমোট কন্ট্রোলারের মাধ্যমে কেবিনের ছাদ খুলে বের হয় ড্রোনগুলো যা হামলা চালাতে থাকে।
একটি ট্রাকের ওপর থেকে ড্রোন বের হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ড্রোন হামলায় রাশিয়ার অন্তত ২ বিলিয়ন ডলার ক্ষতিসাধনের দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেন যেসব বিমানে হামলা চালিয়েছে তারমধ্যে রয়েছে টিইউ-৯৫এস স্ট্রেটেজিক বোম্বার, টিইউ-২২এম৩এস সুপারসনিক দূরপাল্লার বোম্বার এবং এ-৫০ সংকেত ও নিয়ন্ত্রণ বিমান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন