ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ১৩

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:০৯ পিএম
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এক ভবনে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ছবি- সংগৃহীত

রাশিয়ার ব্যাপক ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ছয় বছর বয়সি এক শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৩২ জন। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভ শহরের সামরিক প্রশাসক তিমুর তকাচেঙ্কো বৃহস্পতিবার জানান, হামলার কারণে শহরের চারটি জেলায় ২৭টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

এই হামলা আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মস্কোকে ১০ থেকে ১২ দিনের আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে, না হলে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া এ হামলায় ৩০০টির বেশি ড্রোন ও আটটি মিসাইল ব্যবহার করেছে। তিনি একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘আজ বিশ্ব আবারও দেখল, শান্তির প্রতি আমাদের আকাঙ্ক্ষার জবাবে রাশিয়ার প্রতিক্রিয়া।’

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘এটি ছিল কিয়েভের এক ভয়াবহ সকাল। রাশিয়ার বর্বর হামলায় সম্পূর্ণ আবাসিক ভবন ধ্বংস হয়েছে, স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আল-জাজিরার সাংবাদিক চার্লস স্ট্র্যাটফোর্ড কিয়েভ থেকে জানান, ‘এই হামলাটি সাম্প্রতিক সময়ে কিয়েভে হওয়া অন্যতম বৃহৎ হামলা। একটি বড় আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভবনের বাসিন্দা ইয়ানা ঝাবোরোভা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় তার। বাড়ির দরজা-জানালা উড়ে গেছে। সবকিছু শেষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়া কিয়েভের বিমানঘাঁটি, গোলাবারুদের গুদাম ও সামরিক-শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, হামলার সময় ৩০৯ ড্রোনের মধ্যে ২৮৮টি তারা ভূপাতিত বা জ্যাম করতে পেরেছে। আটটি মিসাইলের মধ্যে তিনটিও প্রতিহত করা হয়েছে।

হামলার পাল্টা জবাবে ইউক্রেন জানিয়েছে, তাদের ড্রোন রাশিয়ার পেনজা শহরের একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এই কারখানাটি রাশিয়ার সামরিক বাহিনীর কমব্যাট কন্ট্রোল সিস্টেম তৈরি করে।

রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ট্রেন চলাচল বন্ধ করে দেয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় রেল সংস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, তারা রাতভর ৩২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করেছে এবং শান্তি আলোচনার পথ এখনো অজানা।