পোল্যান্ডের রাদম শহরে এয়ারশো মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর এক পাইলট। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বিষয়টি নিশ্চিত করে এটিকে বিমান বাহিনীর জন্য ‘বড় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি একটি ব্যারেল-রোল কসরত করার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এরপরই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনের গোলা। পরে রানওয়ের ওপর কয়েক মিটার পিছলে যায়।
সেনাবাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, বিমানটি পোজনানের কাছে অবস্থিত ৩১তম ট্যাকটিক্যাল এয়ারবেস থেকে উড্ডয়ন করেছিল। এতে কোনো দর্শনার্থী আহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে উপপ্রধানমন্ত্রী কামিশ লেখেন, ‘এফ-১৬ বিমান দুর্ঘটনায় এক সাহসী সেনা অফিসারের মৃত্যু হয়েছে। তিনি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দেশকে সেবা দিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাই এবং পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘এটি বিমান বাহিনী ও পুরো পোলিশ সেনাবাহিনীর জন্য এক বিরাট ক্ষতি।’