ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পাক-ভারত সংঘাতের চিহ্ন যেভাবে বহন করছে কাশ্মীর সীমান্তের মানুষ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০১:৩০ পিএম
সংঘাত পরবর্তী পরিস্থিতি দেখাচ্ছেন এক নারী । ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতে কাশ্মীর সীমান্তে যে ক্ষতি হয়েছে তার চিহ্ন এখনো বহন করছে বাসিন্দারা। সংঘর্ষের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সেখানকার বাসিন্দাদের কথায় স্পষ্ট। 

তেমনি ক্ষতিগ্রস্থ দুই পরিবারের সাথে কথা বলেছে বিবিসি বাংলা।

পাকিস্তান শাসিত কাশ্মীরে ১৬ বছর বয়সী নিমরা তার বাড়ির কাছের মসজিদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার সাক্ষী হয়। হামলায় মসজিদের একটি মিনার ধসে পড়ে এবং তা দেখতে গিয়ে নিমরা নিজেও আহত হয়। তার জামা রক্তে ভিজে যায়।যদিও তাৎক্ষণিকভাবে সে বুঝতে পারেনি আহত হয়েছে।

অন্যদিকে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ এলাকায় বিহানের পরিবার পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণ থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে। তাদের গাড়ির কাছে একটি শেল বিস্ফোরিত হলে বিহানের মৃত্যু হয়। তার দাদা এমএন সুধান বলেন, ‘আগে থেকে তো সতর্ক করা হয়নি যে বাড়ির ভিতরে থাকতে হবে বা এলাকা ছেড়ে চলে যেতে হবে।’

এ সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে মতবিরোধ করেছে উভয় পক্ষ। ভারতের দাবি, অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আর পাকিস্তান দাবি করেছে ৪০ জনের প্রাণহানি হয়েছে।

তবে দুই দেশের এমন দাবি প্রমাণ করা সম্ভব হয়নি।

চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিক মধ্যস্থতা। মার্কিন মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি সম্মতির। 

এ সংঘাত আবারও মনে করিয়ে দেয় কাশ্মীর বিষয়ে ভারত পাকিস্তান সম্পর্কের সংবেদনশীলতা।