ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

চুরি করতে এসে ক্লান্ত হয়ে ঘুম, অতঃপর...

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:১৯ পিএম
ছবি- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

রাতের অন্ধকারে সবার অগোচরে বাড়িতে ঢুকেছিলেন এক চোর। তখন বাড়ির সবাই গভীর ঘুমে। সুযোগ বুঝে হাতের কাছে যেসব জিনিস পেয়েছেন, সেগুলো তুলে নিয়েছেন ঝোলায়। কিন্তু পালানোর আগেই ঘটল অদ্ভুত কাণ্ড—চোর নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন!

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের নাজিরবাদ থানা এলাকার।

স্থানীয় বাসিন্দা বিনোদ কুমার ও অনিল কুমার দু’ভাই, পাশাপাশি বাড়িতে থাকেন। পুলিশের তথ্যে জানা গেছে, প্রথমে বিনোদের বাড়িতে ঢুকে আলমারির লকার ভেঙে গয়না ও দামি জিনিসপত্র নিয়ে নেন চোর। এরপর চলে যান অনিলের বাড়িতে, সেখান থেকেও টাকা ও গয়না চুরি করেন।

তবে সবশেষে অনিলের বাড়ির একটি ঘরে ঢুকে ফাঁকা বিছানা দেখে শুয়ে পড়েন এবং গভীর ঘুমে অচেতন হয়ে যান। পরদিন ভোরে ঘুমন্ত অবস্থায় ওই অচেনা লোককে দেখে অবাক হয়ে যান অনিল।

ধীরে ধীরে বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে সবাইকে ডাকেন। প্রতিবেশীরাও ছুটে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। নাজিরবাদ থানার পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করে।

পুলিশের ধারণা, চুরির সময় চোর মদ্যপ অবস্থায় ছিলেন। পরপর দুই বাড়িতে চুরি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলেই হয়তো পালাতে না পেরে ঘুমিয়ে পড়েন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তথ্যসূত্র: নিউজ১৮, আনন্দবাজার