উচ্চ মার্কিন শুল্কের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের জনগণের স্বার্থে কখনোই আপস করবেন না। এ জন্য চড়া মূল্য দিতেও প্রস্তুত তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে সেটি পুনরায় বিক্রির মাধ্যমে লাভ করছে। পাশাপাশি ভারতীয় বাজারে প্রবেশাধিকার না পাওয়ার অভিযোগও করেছেন ট্রাম্প, বিশেষ করে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে। যদিও বাণিজ্য আলোচনা প্রথম শুরু করেছিল ভারতই, তবে দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
নতুন আদেশ অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর মোট মার্কিন শুল্ক এখন ৫০ শতাংশে পৌঁছেছে, যার ২৫ শতাংশ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।
জবাবে মোদি বলেন, ‘আমাদের কৃষকদের কল্যাণই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই কৃষক, খামারি ও জেলেদের স্বার্থে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হতে পারে। কিন্তু আমি সেজন্য প্রস্তুত।’
এদিকে ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়াদিল্লি ভিত্তিক চিন্তন রিসার্চ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা পরামর্শক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘ট্রাম্প ভারতের সঙ্গে এমন কোনো বাড়তি আচরণ করছেন না। বরং তার নিজের নীতিতেই রয়েছেন, যেমন—কম দিয়ে বেশি নেওয়ার চেষ্টা।’
গত বছর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ১৯০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, তবে সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৪৫ বিলিয়ন ডলার।
আপনার মতামত লিখুন :