ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ভারী বৃষ্টির কারণে দেয়াল ধসে নিহত অন্তত ৭

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১১:৫৮ পিএম
ছবি - সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে একটি দেয়াল ধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা জানান, নিহতরা মূলত দিনমজুর শ্রমিক ছিলেন।

ঘটনাটি দিল্লির জৈতপুর এলাকার মোহন বাবা মন্দিরের পার্শ্ববর্তী অংশে ঘটেছে। উদ্ধারকারীরা দেয়ালের নিচ থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এবং পুলিশের একটি দল সকাল ৯টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ভারতের আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য প্রথমে ‘রেড অ্যালার্ট’ জারি করলেও পরে তা ‘ইয়েলো অ্যালার্ট’-এ নামিয়ে আনা হয়েছে। কয়েক দিনের বিরতির পর আবারও মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে দিল্লির বেশিরভাগ এলাকায়, যা দুই কোটি মানুষের জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। শহরের অনেক সড়ক বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার কারণে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।