রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

আমেরিকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা বিজেপি নেত্রী!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

আমেরিকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা বিজেপি নেত্রী। ছবি- সংগৃহীত

আমেরিকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা বিজেপি নেত্রী। ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দোকানে হাজার ডলার দামের পণ্য চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে ভারতীয় নাগরিক। কেনাকাটা করে টাকা পরিশোধ না করই পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জামিশা আভলানি (৪৬) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী বলে গুঞ্জন।

ঝামেলা এড়াতে অভিযুক্ত নারী শুরুতে পুলিশকে ভুয়া নাম দেন। পরিচয় নিশ্চিত করতে অফিসার যখন তার পাসপোর্ট বা আইডি দেখতে চান, তিনি জানান যে তার কাছে কোনো পরিচয়পত্র নেই এবং নিজের নাম ‘আনায়া’ বলে পরিচয় দেন। পরে তদন্তে জানা যায়, তার আসল নাম জামিশা।

জামিশা আভালানি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

ঘটনাটি মেক্সিকোর। পুলিশের বডিক্যামে ধারণ করা ফুটেজে দেখা যায়, টার্গেট স্টোরের এক কর্মচারী ওই ভারতীয় পর্যটকের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি ঘণ্টার পর ঘণ্টা দোকানে ঘুরে বেড়িয়ে কার্টভর্তি পণ্য নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। ঘটনার সত্যতার কথা জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, আভালানি পুলিশকে অনুরোধ করছেন পণ্যের দাম পরিশোধ করার সুযোগ দেওয়ার জন্য। তিনি প্রশ্ন করেন, “আমি কেন এর জন্য টাকা দিতে পারব না?’ জবাবে এক কর্মকর্তা বলেন, ‘আমরা অনেক দূর এগিয়ে গেছি। তুমি একটি অপরাধ করেছ।’

আমেরিকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা বিজেপি নেত্রী। ছবি- সংগৃহীত

আভালানি আবারও বলেন, ‘কিন্তু যদি আমি টাকা দিই, তাহলে ক্ষতি কী?’ তখন অফিসার ব্যাখ্যা করেন, ‘তুমি দোকান না ছাড়লেই টাকা দেওয়ার সুযোগ থাকত। কিন্তু তুমি দোকান ছেড়ে চলে গিয়েছ, অর্থাৎ তুমি টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। এখন আর তা ফেরানো যাবে না।’

আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের অপরাধের ফল গুরুতর হতে পারে বিশেষ করে বিদেশি নাগরিকদের জন্য। মার্কিন অভিবাসন আইনজীবী অ্যালেন তাখশ জানান, ‘এটি নৈতিক স্খলনের সঙ্গে যুক্ত একটি অপরাধ, যেখানে অসততা জড়িত। ছাত্র ভিসায় থাকলে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত হলে ভিসা বাতিল হতে পারে। ভিজিটর বা ওয়ার্ক ভিসাধারীর ক্ষেত্রেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যা হতে পারে।’

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, আভালানি যুক্তরাষ্ট্রের একটি টার্গেট স্টোরে এক হাজার ডলারের পূণ্য চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। তিনি ভারতীয় নাগরিক। আমেরিকায় পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য সফররত।

ভিডিওটি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সহানুভূতি জানিয়ে সাংস্কৃতিক ভুল বোঝাবুঝির সম্ভাবনার কথা বলেছেন, আবার অনেকে ঘটনাটিকে বিদেশে ভারতীয় সম্প্রদায়ের জন্য বড় ধরনের লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

এক্স ব্যবহারকারী একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ভারতের সুনাম প্রতিধ্বনিত হচ্ছে। পুরো বিশ্ব যেন এই অপমান দেখে... আনায়া আভালানি আমেরিকা গিয়ে একটি দোকানে ঢুকে ৭ ঘণ্টা কেনাকাটা করেছে এবং এক হাজার ৩০০ ডলারের পণ্য চুরি করেছে। সিসিটিভিতে ধরা পড়ার পর তাকে হাতকড়া পরানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।’

আরেকজন ব্যবহারকারী একই ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ‘আমেরিকার একজন গুজ্জু’।

তবে এনডিটিভির অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিওটির সঙ্গে ভারতীয় পর্যটকের কোনও সম্পর্ক নেই। এটি আসলে মেক্সিকোর একটি পুরনো ভিডিও, যা ২০২৫ সালের ১ মে রেকর্ড নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম প্রকাশ করেছিল। ভিডিওটির শিরোনাম ছিল ‘কপেল থেকে প্যান্ট ও টি-শার্ট চুরি করতে গিয়ে এক নারী গর্ভাবস্থার ভান করলেন’।

‘ইআইইউনিভার্সালম্যাক্স’ নামে একটি ইউটিউব চ্যানেলও ৫ মে ভিডিওটি শেয়ার করে ডেস্ক্রিপশনে লেখে, ‘একজন মহিলা গর্ভবতী হওয়ার ভান করে কাপড় চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড হয়ে ওঠে।’

Shera Lather
Link copied!