ভারত ও চীনের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এমন বার্তা এসেছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, চীন আশ্বাস দিয়েছে তারা ভারতে সার, বিরল খনিজ এবং টানেল খনন যন্ত্রের সরবরাহ পুনরায় শুরু করবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, ২০২০ সালে সীমান্তে সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করলেও সাম্প্রতিক মার্কিন শুল্কারোপের প্রেক্ষাপটে সম্পর্ক কিছুটা নরম হয়েছে। সীমান্ত ইস্যুতে ২৪তম দফা বৈঠক করতে ভারতে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি ইতোমধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এ মাসেই মোদি চীন সফরে যাবেন।
বৈঠকের শুরুতেই দোভাল বলেন, সম্পর্ক এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং সীমান্তে শান্তি বিরাজ করছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও তাৎপর্যপূর্ণ হয়েছে
ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে জানায়, তিনটি বিষয়ে এগোনোর আশ্বাস দিয়েছে চীন। ওয়াং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে জানিয়েছেন, ভারতের সার, বিরল খনিজ ও টানেল খননের যন্ত্রের চাহিদাকে গুরুত্ব দিচ্ছে তারা।
এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র ও খনিজ মন্ত্রণালয় এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কারও কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চীন আসলেই সরবরাহ শুরু করবে কিনা, নাকি এটি কৌশলগত অবস্থান, সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত জুনে চীনের বিরল খনিজ ও অনুরূপ পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশ্বের বহু দেশ এখন এসব পণ্যের জন্য চীনের ওপর নির্ভর করছে। অন্যদিকে, ভারতে ৬.৯ মিলিয়ন মেট্রিক টন বিরল খনিজের মজুত থাকলেও উত্তোলন না হওয়ায় দেশটি মূলত চীনের আমদানির ওপর নির্ভরশীল।