ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০২:৩৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । ছবি- রূপালী বাংলাদেশ

গাজায় আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থানকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়েছে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ক্রমেই অবনতি ঘটছে।

প্রথমদিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন, যেন নেতানিয়াহু ‘কাজ শেষ করতে’ পারেন। তবে সম্প্রতি ভিন্নমুখী অবস্থান নেন ট্রাম্প।

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগবান্ধব এলাকায় রূপান্তর করা। তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে সক্ষমও হন। কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার, যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত।

ট্রাম্প মনে করেন, গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে। একই সময়ে ইয়েমেনের হুতিদের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েল-আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্প তাই স্পষ্ট করেই গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।