ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ইসরায়েলি সিসি ক্যামেরা হ্যাক করে ইরানের টার্গেট নির্ধারণ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০২:০৪ পিএম
ইসরায়েলি সিসি ক্যামেরা হ্যাক করল ইরান। ছবি - সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে লাগানো সিসি ক্যামেরাই নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিচ্ছে। ইসরায়েলবাসীদের জন্য এটাই এখন বাস্তবতা। ইসরায়েলি সিসি ক্যামেরা হ্যাক করেছে ইরান- দাবি তেল আবিবের। 

তাদের দাবি, ইরান তাদের লক্ষ্য নির্ধারণে ইসরায়েলি সিসি ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করছে। এমনকি হামলার পরও ক্ষয়ক্ষতি ও সফলতা বিশ্লেষণে ব্যবহার করছে ইসরায়েলি সিসি ক্যামেরা।

ইসরায়েলজুড়ে এমন সতর্কবার্তা প্রকাশ করেছে রেডিও চ্যানেলগুলো। নিরাপত্তার জন্য দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করে কঠিন পাসওয়ার্ড নির্ধারণেরও পরামর্শ দিয়েছে দেশটি। এ খবরে ইসরায়েলি বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্ক।

ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সাইবার হামলার অভিযোগ করে ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন এবং প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে, যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট-সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে বারবার এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটছে।

অন্যদিকে, সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও। দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় ৯০ মিলিয়ন ডলার চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো। ইরানের প্রধান দুটি ব্যাংকেও চালানো হয়েছে সাইবার অ্যাটাক। এ ঘটনার পর ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইরান।