ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:০৬ এএম
ইসরায়েলে ইয়েমেনের হামলা। ছবি-সংগৃহীত

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের এটজিওন ব্লক ও হেবরন এলাকার কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে; তবে সফল হয়েছিল কি না তা এখনো তদন্ত চলছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।


 
এর আগে, ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রায় এক মাস বিরতির পর ইয়েমেনভিত্তিক হুতি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আবারও হামলা চালাল ইসরায়েল।

এতে আরও বলা হয়েছে, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো আক্রমণ প্রতিহত করেছে।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, এসব হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিল।