ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের চারটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার জবাবে এ অভিযান চালানো হয়। ছয়টি ড্রোন ব্যবহার করে হামলাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি তার।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।
হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় আহত হয়েছেন আরও ৫১৩ জন।
সংস্থাটি আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭–এ, যার মধ্যে ১০৩ শিশু।
সূত্র: আল জাজিরা