ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ) ইসরায়েলে পৃথক দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন।
বৃহস্পতিবার (২২ মে) এ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জুলফিকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেলআবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হানে। হামলায় ক্ষয়ক্ষতি কমানোর জন্য জনসাধারণকে দ্রুত বিমানবন্দর খালি করার নির্দেশ দেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় মাঝ আকাশেই দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণ করে আন্তর্জাতিক বিমানগুলো। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইসরায়েলের আকাশপথ। তবে বিস্ফোরণের পর, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি।
চলতি বছরের এপ্রিলে গাজায় হামলার পর থেকে এটি ছিল হুতিদের ৩৭তম ক্ষেপণাস্ত্র হামলা। এবং শুধু মে মাসেই একাদশবার ইসরায়েলের সাইরেন সক্রিয় হয়।
হুতিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে এই হামলাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৬৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
-20250523032238.webp)

