পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনা বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছেন।
আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে, ততদিন অভিযান চলবে। ‘
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।
এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন