নতুন করে ভারতের আরও চারটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। এ নিয়ে পাক বাহিনীর আক্রমণে ২৯টি ড্রোন হারাল নয়াদিল্লি। বৃহস্পতিবার (৮ মে) বৃহস্পতিবার (৮ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী ‘চলমান’ আক্রমণে ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সবগুলেই ইসরায়েল-নির্মিত হারোপ ড্রোন।
তিনি আরও বলেন, ভারতীয় এসব ড্রোনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ড্রোনগুলো পাকিস্তানের ‘সামরিক স্থাপনা’ আক্রমণ করার চেষ্টা করেছিল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হামলা চালিয়েছে। পাকিস্তান এখনও পর্যন্ত আত্মরক্ষার জন্য তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে।
তিনি বলেন, ভারতের শহর অমৃতসরের উপর দিয়ে পাকিস্তানে আসা একটি প্রজেক্টাইলের তদন্ত করছে পাকিস্তানের ফরেনসিক দল।
সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পত্ববার সকালে জানিয়েছে, উত্তরে রাওয়ালপিন্ডি থেকে দক্ষিণে করাচি বন্দর নগরীর কাছে একটি স্থানে ড্রোন ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী সফলভাবে ২৯টি ইসরায়েলি-নির্মিত হারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন স্থান থেকে ভূপাতিত ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া শাখা।
গত বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এই হামলাকে ইসলামাবাদ ‘যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ’ বলে অভিহিত করেছে।
ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত ছয়টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাঞ্জাবের পূর্ব আহমেদপুর, মুরিদকে, শিয়ালকোট, শক্করগড়, আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলিতে ভারত বিনা উসকানিতে আক্রমণ চালিয়ে শিশুসহ অন্তত ৩১ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন। এর প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর জেট, সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী।
সূত্র: রয়টার্স, জিও নিউজ, সিএনএন