পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
বুধবার (২১ মে) সকালে এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শিক্ষার্থীদের বহনকারী বাসটি আর্মি পাবলিক স্কুলের ছিল এবং সকালে শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছিল। এই সময় বাসটিকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
খুজদারের ডেপুটি কমিশনার জানান, নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। আহতদের স্থানীয় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং চলছে আলামত সংগ্রহের কাজ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “নিরীহ শিশুদের ওপর আক্রমণ করে শত্রুরা তাদের নৃশংসতা প্রমাণ করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র।”
উল্লেখ্য, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন