ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার দূরবর্তী সীমান্ত অঞ্চল মাশকিল এলাকায় তাদের আটক করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের এই সীমান্ত অঞ্চলটি অনিয়মিত অভিবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। আটক ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাইয়ে বৈধ ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তারা সঠিক কাগজপত্র ও আইনি অনুমোদন ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তারা ইরানে প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনকেই ঘটনাস্থলে আটক করে এফআইএ’র কাছে হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন।’
এ বিষয়ে এফআইএ আরও তদন্ত চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।