ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের হামলায় ২ দিনে ২৩ তালেবান সেনা নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২০ এএম
চামান সীমান্তে পাকিস্তান-তালেবান সেনাদের গোলাগুলি । ছবি : সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে আফগান তালেবান সেনাদের সংঘর্ষে দুই দিনে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম দ্য নিউজ। 

গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বেলুচিস্তানের চামান সীমান্তে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এরপর পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিলে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে। শুরুতে হালকা অস্ত্র ব্যবহৃত হলেও পরে রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র মোতায়েন করা হয়।

সূত্রের দাবি, হামলায় তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়। বেসামরিক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

প্রথম দফার সংঘর্ষের পর আফগান তালেবান সেনারা নিকটবর্তী জনবহুল এলাকায় অবস্থান নিয়ে আবারও গুলি চালায় বলে দাবি পাকিস্তানি সূত্রের। এরপর সেসব এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

তবে এই ঘটনায় আফগানিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।