ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী প্রমাণিত হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় এই রায় ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন সাজা দেওয়ার পক্ষে রায় দেন, একজন বিচারপতি খালাসের পক্ষে মত দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় ঠেকাতে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো।
চার বিচারপতি সাবেক প্রেসিডেন্টকে পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অভিযোগগুলো হলো- সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক আইনের শাসন বিলুপ্তির চেষ্টা, অভ্যুত্থানের চেষ্টা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতি।
তবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমর্থন না পাওয়ায় ওই অভ্যুত্থান পরিকল্পনা ভেস্তে যায়। ফলে ২০২৩ সালের ১ জানুয়ারি নির্ধারিত সময়েই লুলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। যদিও মাত্র এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি, হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে হামলা চালায় ও ভাঙচুর করে।
সব অভিযোগ অস্বীকার করে আসছেন ৭০ বছর বয়সী বলসোনারো। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন