ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ‘প্রতিবার ওয়াশিংটনে আসেন আর ১০০ মিলিয়ন ডলার নিয়ে যান’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাকে ‘বিশ্বের সেরা বিক্রেতা’ অভিহিত করে ট্রাম্প বলেন, আমি মনে করি, ‘জেলেনস্কি বিশ্বের সবচেয়ে বড় বিক্রেতা।’
শুক্রবার (১৬ মে) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘তিনি উদ্বিগ্ন যে, ইউক্রেনকে সাহায্যের জন্য কোটি কোটি ডলার ‘অপচয়’ করা হচ্ছে।’
২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১২৮ বিলিয়ন ডলার দিয়েছে, যার মধ্যে ৬৬.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তাও রয়েছে।
উপস্থাপক ব্রেট বেয়ার ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও কিয়েভের মধ্যে ‘শান্তির পথে বাধা’?
প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে ইউক্রেনীয় নেতা জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘জেলেনস্কির সঙ্গে আমার খুব একটা খারাপ সময় কেটেছে, কারণ তার কথা আমার পছন্দ হয়নি। সে ব্যাপারটা সহজ করছিল না। আর আমি সবসময় বলেছি যে, তার কাছে কোনো ‘কার্ড’ নেই।’
ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ট্রাম্প জেলেনস্কিকে মার্কিন সমর্থনের জন্য ‘অকৃতজ্ঞ’ বলে অভিযুক্ত করেন এবং দাবি করেন, ইউক্রেনীয় নেতা ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তাস খেলছেন’।
জেলেনস্কির মার্কিন সাহায্যের আবেদনের ক্ষমতা ও সময় দিন দিন সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। যদিও ট্রাম্প অতীতে জেলেনস্কি ও পুতিন উভয়েরই সমালোচনা করেছেন, তবে তিনি রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইউক্রেন ও জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন।
তবে এরপর থেকে তিনি ইউক্রেনের প্রতি তার বক্তব্য নরম করেছেন এবং শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।