ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সকল অনিশ্চয়তাকে উপেক্ষা করে ট্রাম্পের জয়

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৯:৫৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত

সকল অনিশ্চয়তাকে উপেক্ষা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশালাকৃতির কর ও ব্যয় সংক্রান্ত বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। যা প্রেসিডেন্টের দেশীয় এজেন্ডার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়।

বৃহস্পতিবার (০৩ জুলাই)  বিকেলে ক্যাপিটল হিলে দীর্ঘ অধিবেশনের পর  প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮ বনাম ২১৪ ভোটে পাস হয়। 

এর আগে, মঙ্গলবার (০১ জুলাই) সিনেটে এটি মাত্র এক ভোটের ব্যবধানে অনুমোদিত হয়।

কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছরে এই বিলের ফলে মার্কিন বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার (প্রায় ২.৪ ট্রিলিয়ন পাউন্ড) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কোটি মানুষ স্বাস্থ্যবীমা থেকে বঞ্চিত হতে পারেন। যদিও হোয়াইট হাউস এই পূর্বাভাসের সঙ্গে একমত নয়।

এদিকে, বিলটি পাসের ফলে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আইনগত সফলতা পেয়েছেন। এটি এসেছে রিপাবলিকান নেতাদের তীব্র চাপ প্রয়োগকারী প্রচারণার পর, যেখানে তারা বিভক্ত পার্টিকে তার বিস্তৃত দেশীয় এজেন্ডার পেছনে ঐক্যবদ্ধ করতে সচেষ্ট ছিলেন।