চলমান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে অনেক রেকর্ড গড়েছে ভারতীয় দল। এই রেকর্ডে বেশ কয়েকবার নাম উঠেছে লোকেশ রাহুল ও শুবমান গিলের।
দুজনের জুটিতে রোববার হলো নতুন রেকর্ড। ইংল্যান্ডে কোনো ভারতীয় জুটি হিসেবে সবচেয়ে বেশি বলের মুখোমুখি হয়েছেন তারা। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে রাহুল ও গিলের জুটি। আগের রেকর্ড ছিল রাহুল দ্রাবিড় ও সঞ্জয় বাঙ্গারের।
প্রথম ইনিংসে ৩১১ রানে লিড নেয় ইংল্যান্ড। তারপর ভারত টানা দুটি বলে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে হারায় রানের খাতা না খুলে। তৃতীয় উইকেটে জুটি গড়েন রাহুল ও গিল। ২০০২ সালে লিডস টেস্টে দ্রাবিড় ও বাঙ্গার জুটির ৪০৫ বল টিকে থাকার রেকর্ড ভেঙেছেন দুজনে। রাহুল ও গিল একসঙ্গে ২২ গজে খেলেছেন ৪১৭ বল। এ ছাড়া গিল ব্যক্তিগতভাবে করেছেন আরেক কীর্তি। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করেছেন। আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার ও জয়সওয়ালের। চতুর্থ টেস্টের পঞ্চম দিন ৮১ রান করে এই মাইলফলকে পৌঁছান গিল।
প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে তিনি সাড়ে ছয়শর বেশি রান করেছেন। চলতি সিরিজে বার্মিংহামে ডাবল সেঞ্চুরি করেন গিল। এ ছাড়া আছে দুটি শতক। ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ ৭৭৪ রান করেছেন গাভাস্কার। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট ইনিংসে এই রান করেন তিনি।
আপনার মতামত লিখুন :