সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৭ এএম

দিয়াসকে হারানোর ভয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৭ এএম

দিয়াসকে হারানোর ভয় লিভারপুলের

অন্য ক্লাবে চলে যেতে পারেন লুইস দিয়াস এই ভয়ে তাকে খেলাচ্ছে না লিভারপুল! কলম্বিয়ার এই ফরোয়ার্ডকে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ প্রস্তাব দিয়েছে বলে খবর। ‘অ্যানফিল্ড ছাড়তে চান দিয়াস’, বেশ আগে থেকেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। দিনে দিনে সেটাই যেন আরও জোরাল হচ্ছে। কলম্বিয়ান ফরোয়ার্ডের ভবিষ্যৎ ঘিরে এমন অনিশ্চয়তার কারণে তাকে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলাননি লিভারপুল কোচ আর্না স্লট।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, এবারের দলবদলেই লিভারপুল ছাড়তে মরিয়া দিয়াস। তাকে পেতে আগ্রহী বায়ার্ন মিউনিখ; কিন্তু জার্মান ক্লাবটির ৬ কোটি ৭৫ লাখ ইউরোর আগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। দিয়াস আশায় আছেন, নতুন প্রস্তাব নিয়ে আসবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্রাক-মৌসুমে চলতি এশিয়া সফরের জন্য লিভারপুলের ২৯ সদস্যের দলে অবশ্য আছেন দিয়াস।

কিন্তু হংকংয়ে শনিবার মিলানের বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে তাকে খেলাননি স্লট। ম্যাচের পর দিয়াসকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেন এই ডাচ কোচ। স্লট বলেন, ‘সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। সে আমাদের সঙ্গে খুব ভালোভাবে অনুশীলন করছে, তার পরও আপাতত তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ চলমান পরিস্থিতি নিয়ে দিয়াসের সঙ্গে কথা বলেছেন স্লট।

তবে আলোচনার বিস্তারিত জানাতে চান না তিনি। স্লট বলেন, ‘আমি আগে থেকেই খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত কথা বলি। যেমনটা বললাম, লুচো (লুইস দিয়াস) ভালোভাবে অনুশীলন করছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখনই তাকে ম্যাচ না খেলানোর। এ বিষয়ে আর বেশি কিছু বলতে পারব না।’ দিয়াস আসলেই লিভারপুল ছাড়তে চান কি নাÑ এমন প্রশ্নের উত্তরে স্লট বলেন, ‘এই প্রশ্নটা আমাকে করা ঠিক নয়।’ ২৮ বছর বয়সি দিয়াস গত মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটান। দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে ১৭টি গোল করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!