ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, অতিরিক্ত পানির ব্যবহার এই মুহূর্তে দেশের জন্য সহনীয় নয় এবং এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই রাজধানী তেহরানে পানির ভয়াবহ সংকট দেখা দিতে পারে। আধাসরকারি তাসনিম বার্তা সংস্থা তার উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, ‘তেহরানে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারি এবং জনগণ যদি পানির ব্যবহার নিয়ন্ত্রণে সহযোগিতা না করে, তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে বাঁধগুলোতে আর পানি থাকবে না।’ ইরানের পরিবেশ সংরক্ষণ সংস্থার প্রধান শিনা আনসারি জানিয়েছেন গত পাঁচ বছর ধরে ইরান খরার মুখোমুখি। ইরানি আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, গত চার মাসে বৃষ্টিপাত ৪০ শতাংশ কমেছে। আনসারি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেন, ‘টেকসই উন্নয়নকে অবহেলা করার ফলেই আমরা এখন পানির সংকটসহ নানা পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছি।’ তেহরান প্রদেশের পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রধান মোহসেন আর্দাকানি মেহের বার্তা সংস্থাকে জানান, ‘তেহরানের ৭০ শতাংশ মানুষ প্রতিদিন ১৩০ লিটারের চেয়ে বেশি পানি ব্যবহার করছেন, যা নির্ধারিত মানের চেয়ে অনেক বেশি।’ পানির মতো প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ইরানে বহুদিন ধরেই নীতিনির্ধারকদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :