জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই উগ্রবাদীকে হত্যার দাবি জানিয়েছে ভারতীয় সেনারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের প্রতিহত করে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বান্দিপোর জেলার গুরেজ সেক্টরে দু’জনকে হত্যা করা হয়। শ্রীনগরের চিনার কোর জানিয়েছে, সতর্ক সেনারা গুরেজ সেক্টরে সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়ে উগ্রবাদীদের চ্যালেঞ্জ জানায়। তারা সেনাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে পালটা জবাব দেওয়া হয়। এতে দুই উগ্রবাদী নিহত হয়। রিপোর্ট অনুযায়ী, অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরেজ সেক্টরে ভারতীয় সেনা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।
এর আগে গত ১৩ আগস্ট জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল সেনা। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরির চুরুন্ডা এলাকায় সেই অনুপ্রবেশের চেষ্টা করছিল উগ্রবাদীরা। তার আগে, গত ৩০ জুলাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর উগ্রবাদীদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে সেনারা। সেই সময় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার দুই সদস্য নিহত হয়েছিল।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল শ্রীনগরের একটি জঙ্গলে পেহেলগামে হামলায় জড়িত তিনজনকে হত্যা করার দু’দিন পর এই এনকাউন্টার শুরু হয়েছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন