শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৬ এএম

আমি ভাগ্যে বিশ্বাস করি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৬ এএম

কেয়া পায়েল

কেয়া পায়েল

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। আগের চেয়ে বেছে বেছে কাজ করছেন তিনি। সম্প্রতি অবকাশ যাপন করে দেশে ফিরে কাজে ব্যস্ত হয়েছেন।

এদিকে, কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর হঠাৎ করেই প্রেম ইস্যুতে আলোচনায় তিনি। আফ্রিদির ঘনিষ্ঠ তানভীর রাহি এক সাক্ষাৎকারে বলেছেন, কেয়া পায়েলের সঙ্গে পায়েলের প্রেম ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কেয়া পায়েল।

সম্প্রতি পায়েল ইনস্টাগ্রামে ভক্তদের যেকোনো প্রশ্ন করার আহ্বান জানান। ভক্তরা নানান ধরনের প্রশ্ন করেন এবং তিনি খোলামেলা উত্তর দেন। সেখানেই উঠে আসে তার ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দের নানা দিক।

সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল বিয়ে নিয়ে। একজন ভক্ত জানতে চান, ‘আপনি কি বিয়ে করেছেন?’ উত্তরে পায়েল তিনবার স্পষ্টভাবে বলেন, ‘না।’ আবার আরেক ভক্তের প্রশ্ন ছিল, ‘বিয়ে কবে করবেন?’ এবার অভিনেত্রীর উত্তর, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি।’

এ ছাড়া জীবনের নানা প্রসঙ্গে তিনি খোলাখুলি মত প্রকাশ করেন। মন খারাপ থাকলে কী করেন এমন প্রশ্নে তিনি জানান, ‘একা থাকি।’ একজন ভক্ত বলেন, ‘তুমি এত কিউট কেন?’ উত্তরে হাসিমুখে পায়েল বলেন, ‘কারণ আমার আম্মু অনেক কিউট।’

তার ব্যক্তিগত পছন্দ সম্পর্কেও ভক্তদের কৌতূহলের জবাব দেন অভিনেত্রী। পছন্দের খাবার হিসেবে তিনি জানান, ‘মাংস-খিচুড়ি, সঙ্গে আচার ও সালাদ।’ পোশাক নিয়ে এক ভক্তের প্রশ্ন ছিল, ‘শাড়ি নাকি ওয়েস্টার্ন?’ উত্তরে কেয়া পায়েল বলেন, ‘অবশ্যই শাড়ি।’

কেয়া পায়েল নিজের জন্ম তারিখও জানান ভক্তদের, কেকের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন ‘১১ মার্চ।’ বর্তমান ওজন সম্পর্কেও খোলামেলা ছিলেন তিনি, পায়েল বলেন ‘৫৩ কেজি।’ একজন ভক্তের প্রশ্নে তিনি আরও জানান, কঠোর পরিশ্রম করলেই বড়লোক হওয়া সম্ভব। আর ভ্রমণের প্রসঙ্গে ইঙ্গিত দেন শ্রীলঙ্কার দিকে, পতাকা ও জনপ্রিয় পর্যটনের ছবি শেয়ার করে জানান, পরবর্তীতে সে দেশেই ভ্রমণ করতে চান তিনি।

সব মিলিয়ে কেয়া পায়েল ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রাণবন্ত সময় কাটান। তার উত্তরগুলো ভক্তদের কাছে যেমন খোলামেলা লেগেছে, তেমনি প্রকাশ করেছে অভিনেত্রীর ব্যক্তিগত সরলতা, রসবোধ ও জীবনদর্শন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!