সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:০১ এএম

জোড়া সিনেমায় প্রভা

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:০১ এএম

সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা

প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুই দশকের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। তাও একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়।

জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এ সিনেমার এক দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগিরই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ  নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন। অন্যদিকে, গতকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

প্রথম দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা রূপালী বাংলাদেশকে বলেন, ‘এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পরিবার চায়নি বলে কাজ করতে পারিনি। সিনেমাটি সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এ সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করা। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’ ‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পায়। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসি দিয়ে শেষ হবে এ সিনেমার চিত্রায়ণ। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পায়। সবকিছু ঠিকথাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!