শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:১২ এএম

কৃতির কৃতিত্ব

রেজাউল করিম খোকন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:১২ এএম

কৃতির কৃতিত্ব

চলতি মাসেই মুক্তি পাচ্ছে কৃতি শ্যানন অভিনীত নতুন সিনেমা ‘তেরে ইশক মে’। রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে তাকে প্রথমবারের মতো দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধানুশের বিপরীতে দেখা যাবে। এরই মধ্যেই সিনেমার গান ও টিজার ট্রেলার সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছে। এতে কৃতিকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি চরিত্রে দেখা যাবে। মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার ট্রেলার, টিজার ও গান দেখে কৃতি শ্যানন অভিনীত চরিত্রটি নিয়ে সবার মধ্যে দারুণ কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি হয়েছে।

এদিকে, বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করলেন বলিউডের এই তারকা অভিনেত্রী। বিশ্বখ্যাত চলচ্চিত্র তথ্যভান্ডার ও বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম আইএমডিবি সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা। যেখানে প্রতিটি দেশ থেকে মাত্র একজন অভিনেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় প্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নিয়ে এ তালিকায় স্থান পেয়েছেন কৃতি শ্যানন, অবস্থান চার নম্বরে।

কৃতি তার ক্যারিয়ারে একের পর এক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন। বিশেষ করে ‘মিমি’ (২০২১) সিনেমায় সারোগেট মায়ের ভূমিকায় তার অসাধারণ অভিনয় তাকে এনে দিয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর মর্যাদা।

এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘তেরে ইশক মে’র প্রচারণায়। বিশেষজ্ঞদের মতে, কৃতি শ্যাননের এই স্বীকৃতি বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণা, যারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের জায়গা করে নিতে চান। তাকে সর্বশেষ ‘দো পাত্তি’ সিনেমায় দেখা গিয়েছে, যেখানে তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সমালোচনা পেয়েছে সিনেমাটি।

কৃতির হাতে রয়েছে ‘ককটেল’ সিনেমা। এতে রাশমিকা মান্দানা এবং শাহিদ কাপুরও অভিনয় করবেন। ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। তবে অভিনয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তার আগে নতুন একটি ঘোষণা এলো নির্মাতাদের কাছ থেকে। ‘ডন ৩’ সিনেমাতেও থাকছে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তির জনপ্রিয় গান ‘আজ কি রাত’। যেখানে দেখা গিয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইশা কোপ্পিকারকে। এবার সেই গানটির নতুন ভার্সন রেকর্ড করা হচ্ছে। পুরোনো এই গানে নতুন রূপে দেখা মিলতে যাচ্ছে কৃতির। তবে অভিনেত্রী শুধু এই গানেই পারফর্ম করবেন নাকি কোনো একটি চরিত্র পর্দায় তুলে ধরবেন, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।

বলিউডে কৃতি শ্যানন এখন পরিচিত ও প্রশংসিত নাম। তার হাতে সাফল্য ধরা দিয়েছে প্রচলিত ধারার বাইরে। বলিউডে কোনো পারিবারিক যোগসূত্র ছিল না, ফলে এখানে পা রাখেন সম্পূর্ণ ‘বাইরের মানুষ’ হিসেবে। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে নিজের স্বতন্ত্র স্টাইল ও আত্মবিশ্বাসের মাধ্যমে জায়গাটা পাকা করে নিয়েছেন। বড় সুযোগ আসে ২০১৪ সালে টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এ সিনেমাই ছিল তার বলিউডে শক্ত অবস্থান গড়ার সূচনা। ২০১৫ সালে শাহরুখ খান ও কাজলের সঙ্গে রোহিত শেঠির ব্লকবাস্টার ‘দিলওয়ালে’তে অভিনয় করে উঠে আসেন আলোচনার কেন্দ্রে। পরবর্তী কয়েক বছর ‘বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন কৃতি।

বলিউডে লিঙ্গ বৈষম্য দীর্ঘদিন ধরে খবরে। বহু নায়িকাই মুখ খুলেছেন, বিশেষ করে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে। এবার সেই তালিকায় কৃতি শ্যানন। সম্প্রতি কৃতি বলিউডের অন্দরের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। সেইসঙ্গে তার বেড়ে ওঠার কথা ভাগ করে নিয়েছেন যে কীভাবে তার বাবা-মা দুজনেই কর্মজীবী, সবসময় বাড়ির দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতেন। ফলে তিনি এবং তার বোন নুপুর কখনোই বাড়িতে লিঙ্গ বৈষম্যের শিক্ষা পাননি। কৃতি স্বীকার করেছেন যে, বলিউডে তিনি মাঝে মাঝে এমন আচরণের সম্মুখীন হয়েছেন, যা তাকে তার পুরুষ সহ-অভিনেতাদের তুলনায় অপমানিত বোধ করেছেন।

জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী বলেন, ‘যদিও এটা খুব বেশিবার হয়নি, কিন্তু ছোট ছোট বিষয় যেমন পুরুষ অভিনেতাকে ভালো ঘর দেওয়া হয়েছে, ভালো গাড়ি দেওয়া হয়েছে। এখানে গাড়িটা আসল নয়, আসল হলো আমার নিজেকে ছোট মনে হয়েছে, কারণ আমি একজন নারী। কখনো কখনো দেখা যায় সহকারী পরিচালকরা আগেই নারী অভিনেত্রীকে ডেকে নেন। পরে পুরুষ অভিনেতাদের আসার অপেক্ষা করে।’

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন কৃতি শ্যানন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। শোবিজের চকচকে আলো, লাল গালিচা আর ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। কাজ করতে গিয়ে সর্বদা মুখে চওড়া হাসি রাখতে হয় তারকাদের। তবে আসল সত্যিটা কিন্তু একেবারেই অন্যরকম।

এদিকে, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কৃতি। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত এবং লিঙ্গবৈষম্য দূর করাই তার একমাত্র লক্ষ্য। কৃতি ছোটবেলায় স্বপ্ন দেখতেন নাচ শিক্ষার। কিন্তু সমাজের বাঁধা-ধরা নিয়মের কারণে সেসব করতে পারেননি। পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবে, রান্না করবেন। তবে শেষ পর্যন্ত ছোটবেলার স্বপ্ন পূরণ করেছেন।

বলে রাখা ভালো, কৃতিকে সবশেষ বড় পর্দায় দেখে গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’-তে। এতে বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেন তিনি। গত বেশ কিছুদিন যাবত তার চেয়ে অল্প এক বয়সি এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যাচ্ছে কৃতিকে। কে এই যুবক তা নিয়ে কম আলোচনা হয়নি। যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটি কোটি টাকার অধিকারী। প্রেমিককে তার নিজের বাবা-মায়ের সঙ্গে আলাপ পরিচয় করিয়েছেন কৃতি।

এমনও শোনা গেছে, সব ঠিকঠাক হলে নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে এ সবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো তাদের বয়সের ফারাক। কৃতির থেকে বয়সে বেশ খানিকটা ছোট কবীর। এই মুহূর্তে কৃতির বয়স ৩৫ বছর। ওদিকে কবীরের বয়স ২৫ বছর। দুজনের বয়সের ফারাক প্রায় ১০ বছরের। তবে ভালোবাসায় তা বাধা হয়ে দাঁড়ায়নি। দুজনেই দুজনের প্রেমে মশগুল। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির।

শোনা যায়, একসঙ্গে সিনেমা করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি, বিয়ে? সে তো শুধুই সময়ের অপেক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!