শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:১৫ এএম

সারা পৃথিবী আমাকে চিনুক

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:১৫ এএম

সারা পৃথিবী আমাকে চিনুক

সিনেমা ও নাটকপ্রেমী দর্শকদের পরিচিত মুখ নীলাঞ্জনা নীলা। মডেলিং দিয়ে যাত্রা শুরু করা নীলা এখন ধারাবাহিক নাটক ও সিনেমায় নিয়মিতভাবে কাজ করছেন। ২০১৪ সালে লাক্স‑চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার‑আপ হওয়ার পর থেকে মিডিয়াতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীলার তৃতীয় সিনেমা ‘সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি’। এই অভিনেত্রী সিনেমা ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রকিবুল ইসলাম আফ্রিদি

সাইলেন্স

অনেক আগে কাজটি করেছিলাম। ইমন ভাইয়ের প্রথম সিনেমাতে থাকতে পেরে ভালো লেগেছে। শুরুতে তেমন প্রত্যাশা ছিল না। তবে যখন শুটিং সেটে গিয়ে কাজ করেছি, সত্যি অবাক হয়েছি। কাজটি সুন্দর করে করা হয়েছে। অনেকবার অনুশীলন করেছিলাম। সবকিছু মিলিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। কাজটি দর্শকদের পছন্দ হবে।

আপনার চরিত্রটি কেমন?

আমার চরিত্রটি বহুস্তরীয়। একজন মাটির মেয়ে, মাটিতে পা দিয়ে চলে সে। সাদা শাড়ি পরে বাউলের চরিত্র যেমন: নাচ, কথাবার্তা; আচার-আচরণ সবই আনতে হয়েছে আমার মধ্যে। আবার শহরে যখন যাচ্ছি, তখন একটু বোল্ড চরিত্র, পোশাক; হাঁটা চলা, নাচ-গান সবকিছু পরিবর্তন ছিল। এই বহুস্তরীয় চরিত্র দেখাতে চেয়েছি আমরা, সেটা আনতে কষ্ট হয়েছে। চরিত্রের জন্য একতারা ও নাচ শিখতে হয়েছে।

প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে। কেন?

সিনেমার প্রচার-প্রচারণা বাধ্যতামূলক। আমরা একটু পিছিয়ে গিয়েছি। ইচ্ছাকৃত পরিকল্পনা অনুযায়ী করেছি তা না। আমরা চেয়েছিলাম করতে কিন্তু সবকিছু মিলিয়ে হয়ে ওঠেনি। ইমন ভাই এতদিন ছিল দেশের বাইরে। মুক্তির তারিখও হুট করে দেওয়া হয়েছে। ইচ্ছা ছিল আরও অনেক প্রচারণা করব, কিন্তু হয়ে ওঠেনি। আমাদের পরিকল্পনা আছে প্রথম সপ্তাহ বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব।

আপনার সহশিল্পী সাইমন সাদিক বর্তমানে বিতর্কিত। এটা সিনেমায় প্রভাব ফেলবে?

আশা তো করি সবাই হলে আসুক, সিনেমা দেখুক। কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে অপছন্দ করে থাকে, সেটার উত্তর জানি না।

বড় পর্দায় অনিয়মিত কেন?

আমি সিনেমা খুব পছন্দ করি এবং সিনেমা করতেও চাই। শুধু সিনেমা করতে চাই তা না, আমি অভিনয়টাই পছন্দ করি। সব মাধ্যমেই কাজ করতে চাই। এটা নিয়ে আমার তিনটি সিনেমা মুক্তি পেল। আরও দুটি সিনেমার শুটিং একদম শেষ। সেগুলো খুব শিগগিরই আসবে। আর সিনেমা যেহেতু একটি বড় পরিসরের কাজ, আমি এখানে একটু বেশি বাছাই করে কাজ করার চেষ্টা করি। গল্প-পরিচালক এসব একটু বেশি দেখি। এ জন্যই মনে হয় সংখ্যাটা কম।

ওটিটি নিয়ে পরিকল্পনা?

বর্তমানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু সবকিছু মিলিয়ে হয়ে ওঠে না। অনেক কিছুই এখানে থাকে, যেমন অভ্যন্তরীণ সমস্যা। সবকিছু ব্যাটে-বলে মিললেই হয়তো বা আবারও আসবো। ‘ফিমেল ৪’-এ কাজ করে অনেক দর্শকপ্রিয়তা পেয়েছি।

দায়িত্বশীল

আগে জীবন নিয়ে দায়িত্বশীল ছিলাম না। এখন বড় হচ্ছি, তাই জীবনে দায়িত্বশীল হচ্ছি; কাজ করছি। আরও কাজ করব। নাটকের পাশাপাশি সব ধরনের কাজ চালিয়ে যাব, এখনো তাই করছি।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?

আমি এমন ধরনের মানুষ, আগামীকাল কি করব তাও জানি না। ভবিষ্যৎ পরিকল্পনা করে চলতে পারি না। আমি বর্তমান নিয়ে থাকি, বর্তমান সুন্দর হলে; ভবিষ্যতও সুন্দর হবে এটা বিশ্বাস করি। কাজ করছি, এ রকম কাজ করে যেতে চাই। স্বপ্ন দেখতে হলে ছোট দেখতে পারি না। আমি চাই, সারা পৃথিবী আমাকে চিনুক। আন্তর্জাতিকভাবে কাজ করতে চাই, যেনো আন্তর্জাতিকভাবে আমাকে চিনুক, এটাই আমার স্বপ্ন।

রূপালী বাংলাদেশ

Link copied!