কুষ্টিয়ায় চোর সন্দেহে দুই কিশোরকে রাতভর নির্যাতন চালানো হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজারে ঘটে এই নির্যাতনের ঘটনা। ভুক্তভোগী দুই কিশোরের বয়স ১৭।
জানা গেছে, তারাপুর বাজারে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা রয়েছে একই এলাকার আবুল কালাম আজাদের। সেখানে স্থানীয় কিশোর-তরুণেরা অবসর সময়ে ক্যারম খেলে। গত রোববার সন্ধ্যায় আজাদের দাদি মারা যান। সংবাদ পেয়ে তিনি দোকান বন্ধ করে দাদির বাড়িতে যান। রাত ১১টার দিকে দোকানে ফিরে দেখেন পেছনের দরজা খোলা।
ড্রয়ার থেকে টাকা-সিগারেটসহ কিছু পণ্য খোয়া গেছে। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়ার পর ওই দুই কিশোরকে সন্দেহ করা হয়। পরবর্তী সময়ে রাত ২টার দিকে ফোনে তাদের বাজারে ডেকে আনেন আজাদ। দোকানে আটকে রেখে ওই দুজনের ওপর কাঠ ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুই কিশোরের কাছ থেকে চুরির স্বীকারোক্তি আদায় করেন তারা। গতকাল সোমবার সকালে বাজারের পাশের একটি করাতকলে এ নিয়ে সালিশ বসানো হয়। সেখানে ব্যবসায়ী আজাদের ক্ষতিপূরণ হিসেবে দুই কিশোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এরপর এক কিশোরের মা ১০ হাজার টাকা পরিশোধ করে দুজনকে বাড়ি নিয়ে আসেন। পরে সকাল ১০টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন