কাক ডাকা ভোর
এম এ জিন্নাহ
কাক ডাকা ভোরে আজ বায়ু হিমহিম,
কুয়াশায় হেসে আছে ঝাঁক বাঁধা শিম।
চারদিকে ছোটাছুটি কিশোরের দল,
দূর মাঠে নানা ফুলে পথ অবিচল।
জানালার পাশে বসে শালিকের ছানা,
খুশি মনে ডাকাডাকি ফের মেলে ডানা।
প্রজাপতি ছুঁয়ে দেয় পাঠে ভরা বই,
ফুল-পাখি মিলেমিশে করে হইচই।
নদী জল ছলছল তরি ভেসে চলে,
জেগে ওঠা চরগুলো সাজে ছলে-বলে।
কূলে কূলে পাতিহাঁসে শামুকের খোঁজ,
সেই লোভে দল বেঁধে নেমে আসে রোজ।
শীত মাখা সকালের রূপ কাড়াকাড়ি,
সবুজের সমারোহে কুয়াশার শাড়ি।
সেই শাড়ি ঝরে পড়ে রোদ উঠে এলে;
কাক ডাকা ভোরে যেন রূপ ডানা মেলে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন